নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্ব মুহূর্তে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মাদরাসার আসবাবপত্র, এতিমখানার শিক্ষার্থীদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেন। তিনি মাদরাসা কর্তৃপক্ষ ও এতিম শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অধ্যাপক প্রশান্ত কুমার ত্রিপুরা, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, কংজপ্রু মারমা এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এম মনজুর আলম সহ সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এতিমখানার জন্য নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহায়তা প্রদান করেন এবং মাদরাসা ও এতিমখানার পুনঃনির্মাণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাদ্য শস্য বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
এছাড়া, খবর পেয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন।
মন্তব্য করুন