চিংথোয়াই অং মার্মা; থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে শিলাঝিড়ি এলাকায় আম বাগানে ১০ কিলোমিটার নামক স্থানে বাসের ধাক্কায় মিনি ট্রাক চালক ও এক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ও উপজেলা সদরে আপ্রুমং পাড়ার বাসিন্দা মাচিংপ্রু মারমার বড় ছেলে উমংসাই মারমা (১২), ট্রাক ড্রাইভার কাজল (৩৫) গুরুত্ব আহত হয়েছে। এ সময় মিনি ট্রাকের হেল্পারসহ বেশ কয়েকজনসহ বাস যাত্রীরা আহত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে থানচি ও বলিপাড়া সড়কের শিলাঝিড়ি নামক স্থানে থানচি থেকে বান্দরবান উদ্দেশ্যে যাওয়া বাসের সাথে স্টারশিপ কোম্পানির মালবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ঘটনাটি ঘটে।
জানা গেছে, শিক্ষার্থী উমংসাই মারমা (১২) দুপুরে স্কুলের ক্লাস শেষে নিজ সাইকেল চালিয়ে বাড়িতে ফিরেছিলেন। হাসপাতালে রোডে আসলে কাথলিক মিশন স্কুলের সামনে উচুঁ পাহাড় সড়কে পৌঁচ্ছালে ওই স্কুলের একজন ছাত্রীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে দেয়ালে ধাক্কা খেয়ে আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীরা উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বি-৭০ গাড়িতে করে জেলা শহরে যাচ্ছিল। এ সময় থানচি ও বলিপাড়া সড়কের শিলাঝিড়ি এলাকায় ১০ কিলোমিটার আম বাগান এলাকায় পৌঁছালে মিনি ট্রাকের সাথে বাস গাড়ি ধাক্কায় ঘটনাটি ঘটে।
এদিকে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য থানচি স্বাস্থ্য কেন্দ্রে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে থানচি থানার কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের দুর্ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করেছে।
মন্তব্য করুন