মোহাম্মদ ইউনুছ; নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম এলাকায় তিন ইটভাটায় সরকারি নির্দেশ লঙ্ঘন করে কার্যক্রম চালানোর দায়ে প্রশাসানের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করেন ইউএনও।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আজুখাইয়া এলাকার মেসার্স এইচ.কে.বি , মেসার্স জেড.এস.বি ও মেসার্স বি. এইচ.বি সহ তিন ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর।
মন্তব্য করুন