মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলার দূরর্ত্ব এলাকায় বিবেচনা করে ৮ টি ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। ভোটকেন্দ্র গুলোতে সাদা পোশাকে গোয়েন্দা, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি, আনসার আইন শৃঙখলা বাহিনী নিয়োজিত রয়েছে।
মানিকছড়ি উপজেলা ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি সাপমারা সরকারি প্রাথমকি বিদ্যালয়, কালাপানি নতুন বাজার ইসলাময়িা দাখলি মাদ্রাসা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়, চেঙ্গুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদুরখীল সরকারি প্রাথমকি বিদ্যালয় , ডাইনছড়ি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়, বাটনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনি সরঞ্জাম প্রেরণ সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার যাবে কাল।
মানিকছড়ি রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, বাকি ১২টি কেন্দ্র গুলো কাল নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপারসহ প্রেরণ করা হবে। মানিকছড়ি উপজেলা মোট ২০টি ভোটকেন্দ্রতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে । এই উপজেলায় ২৭ হাজার ২৪৫ জন পুরুষ ও ২৬ হাজার ৯৩৪ জন মহিলাসহ মোট ভোটার সংখ্যা ৫৪ হাজার ১৭৯ জন। চারটি ইউনিয়নে মোট ২০টি ভোট কেন্দ্র রয়েছে। জনগণের যাতে স্বতঃফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে আছে।
এদিকে বিএনপি ভোট বর্জন ও হরতাল কর্মসূচীতে উপজেলাতে তেমন প্রভাব পড়েনি। দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। তবে লোকাল বাস চলাচল করছে।
মন্তব্য করুন