মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
বরকল উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ই মে) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনীতে অতিরিক্ত দায়িত্বে থাকা বরকল উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এএইচএম শফিউল ইসলাম মোল্লা জামাল।
এছাড়াও বরকল রাগীব রাবেয়া কলেজ, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন বিভাগ, উপজেলা কৃষি বিভাগ, উপজেলা প্রাণী সম্পদ বিভাগ, উপজেলা সমাজসেবা বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণকৃত ছাত্র -ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।
মন্তব্য করুন