সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে তঞ্চঙ্গ্যা আদিবাসীর বর্ণমালা ও কাহিনী কাব্যর ২টি পুস্তকের মোড়ক উন্মোচিত

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা। বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

কাপ্তাই উপজেলার বড়ই ছড়িতে তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসে অবস্থিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে তঞ্চঙ্গ্যা আদিবাসীর ভাষা, বর্ণমালা ও সাহিত্য সংরক্ষণ, প্রচার ও প্রসারের লক্ষ্যে দুটি পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

একটি তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা বিষয়ক পুস্তক যার নাম ‘‘ধুনিক তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষ’’ এবং অপর গ্রন্থটি তঞ্চঙ্গ্যা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্য যার নাম ‘‘পেয়ংখুলা’ব ছ’’। গ্রন্থ দু’টি রচনা করেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ও ভাষাকর্মী শ্রী চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা এবং গ্রন্থ দু’টি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার শ্রী অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্য প্রশিক্ষক মিসেস সুফলা তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা প্রমুখ।

 

বক্তাগণ বলেন, এমন একটি কল্যাণকর অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকাশক ও আয়োজক অমল বিকাশ তঞ্চঙ্গ্যাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

স্বাগত বক্তব্যে অমল বাবু জানান, লেখকের সাথে পূর্বে পরিচয় ছিল না। লেখকের প্রকাশিত “পাত্তুরু তুরু” কাব্যগ্রন্থ পাঠ করে তিনি তাঁর পরিচয় জানতে কৌতুহল বোধ করেন। অতপর ২০২৩ সালে লেখকের সম্পাদিত তঞ্চঙ্গ্যা গানের সংকলন “চিত্রাংফুল” প্রকাশ করেন। সেই ভালোবাসা থেকে এই বছর লেখকের এই দুটি গ্রন্থ প্রকাশ করেন।

 

বাবু সুবিমল তঞ্চঙ্গ্যা তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য রচনা এত সহজ নয়। চাইলে যে কেউ সাহিত্য রচনা করতে পারে না। সাহিত্য রচনার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য, পরিশ্রম ও মেধা। ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা ও বাবু অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা নিজ এলাকার সাহিত্যিক হিসেবে চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে নিয়ে গর্ববোধ করেন। ডা: জয়ধন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লেখককে সম্মাননা প্রদানের আহ্বান জানান।

 

সুমনা তঞ্চঙ্গ্যা বলেন, লেখকের আরও দুটি গ্রন্থ আর্থিক দৈন্যতায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানালে প্রধান অতিথি বাবু দীপ্তিময় তালুকদার একটি পুস্তক নিজ খরচে ছাপানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তঞ্চঙ্গ্যা জাতির ভাষা, বর্ণমালা ও সাহিত্যকে টিকিয়ে রাখতে হলে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসতে হবে। যারা সাহিত্য, সংস্কৃতি, সংগীত নিয়ে কাজ করেন তাঁদেরকে উৎসাহিত করার আহ্বান জানান।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১০

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১১

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১২

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৩

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৪

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৫

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৬

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৭

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

১৮

রামগড়ে চক্ষু ডাঃ সেজে চিকিৎসা ৪ প্রতারক কে পুলিশে দিল জনতা

১৯

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ দুই অভিযুক্ত আটক

২০