সিএইচটি বার্তা ডেস্কঃ
রাঙামাটির ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নামে করা কাউখালী উপজেলাধীন দীপংকর তালুকদার কলেজ নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজনামে সিদ্ধান্ত কথা জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কলেজটির নাম পরিবর্তনের দাবিতে গত সোমবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ করেছে কাউখালী উপজেলা বিএনপি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এক সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এ চিঠির এক কপি কাউখালী উপজেলা বিএনপির সভাপতির কাছে প্রেরন করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারী) কাউখালী উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ আন্দোলনের পর মঙ্গলবার দীপংকর তালুকদার কলেজটি নাম পরিবর্তনের চুড়ান্ত সিদ্ধান্ত কথা জানায় জেলা পরিষদ।
এদিকে, প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, দীপংকর তালুকদার কলেজ নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামে নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যূত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে সকল স্থাপনার নাম পরিবর্তনের জন্য গত ১৬ জানুয়ারি ’২৫ সালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে সরকারি নির্দেশনা রয়েছে।
রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, কাউখালি উপজেলাবাসীর দাবিতে সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যক্তির নামেই হতে পারে না। সুতরাং সাধারণ জনগনের দাবি, বেতবুনিয়ায় অবস্থিত দীপংকর তালুকদার কলেজের নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নাম পরিবর্তন করা। আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কাউখালীবাসী ও বেতবুনিয়াবাসীর দাবি মেনে নেয়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সহ সকল সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানিয়েছেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কলেজটির নাম পরিবর্তন করে বেতবুনিয়া কলেজ নামেই কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছি।
মন্তব্য করুন