মিঠুন সাহা, জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে সামাজিক সংগঠন এগত্তর ক্লাব এর আয়োজনে লটারি ড্র, বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল হতে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এতে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মুনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংসানু মারমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার গঙ্গাদেবী চাকমা, অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য দীপন আলো চাকমা। এইছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা।
খেলাধুলার মধ্যে ছিল হাডুডু খেলা, মহিলাদের দড়ি টানাটানি ইত্যাদি। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ভাইবোনছড়া বাজার দল ও রানার্সআপ হরিদয়াল পাড়া দল। এবং মহিলাদের দড়ি টানাটানি খেলা চ্যাম্পিয়ন হরিদয়াল পাড়া এবং মহিলা দল রানার্সআপ দেওয়ান পাড়া মহিলা দল।
মন্তব্য করুন