মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক, প্রকাশক পার্বত্যাঞ্চলে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ চারণ সাংবাদিক খ্যাত মরহুম একেএম মকছুদ আহমেদ এর স্বরণে নাগরিক শোকসভা পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই মে) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে রাঙ্গামাটি প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবিব আজম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির ও অধ্যাপক আব্দুল আলিম, ইমাম সমিতির সভাপতি তোফায়েল উদ্দিন,
রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, এপিএবির সভাপতি সাহেদা আক্তার, রাঙ্গামাটি জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন