রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ও দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ও বিজয় অর্জনের- ৭১ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও গুরুত্ব স্মরণে নানা কর্মসূচীতে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোজ বৃহস্পতিবার সকাল ৮.৩০ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পূর্বে জাতীয় ও দলীয় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপজেলা প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুইনাচিং চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড প্রাক্তন মেম্বার অপু কুমার দাশ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও ২নং ওয়ার্ড মেম্বার সরোজ চৌধুরী, সদস্য সুলতান মাহমুদসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক কার্তিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে যে, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।’ বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতির অনুপ্রেরণার অনিবার্ণ শিখা হয়ে অ-ফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। একই সাথে ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘‘বিশ্ব ঐতিহ্যের দলিল” হিসেবে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ আজ। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ ১৯ মিনিটের কালজয়ী ভাষণ। কালজয়ী ভাষণের শেষ কটি শব্দমালা। ঐতিহাসিক ভাষণের আটটি শব্দের শেষ দুটি লাইন হয়ে গেল সাত কোটি মানুষের মনের ভাষা, এই ভাষণ মুক্তিকামী বাংলার জনগণের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।
মন্তব্য করুন