সিএইচটি বার্তা বিনোদন ডেস্কঃ
বিশিষ্ট ব্যান্ড সংগীতের কণ্ঠশিল্পী, সুরকার ও পরিচালক শাফিন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যুবরণ করেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার করার কথা ছিল শাফিন আহমেদের। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় সেই অনুষ্টান বাতিল এবং তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে দ্রুত লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশের শীর্ষ ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম মাইলস ব্যান্ড। মাইলের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং সংগীতঙ্গ কমল দাশগুপ্তের সন্তান। তার জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। ছোট বেলা থেকেই তিনি গানের উপর চর্চা করতেন। এসুবাধেই তিনি ব্যান্ড জগতে তার পথচলা।
মন্তব্য করুন