হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে সাংবাদিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৮ এপ্রিল) সকালে চড়ুই ভাতি রেস্টুরেন্টে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চনুমং মার্মা সভাপত্বিতে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই আসন্ন মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সংস্কৃতির উৎসব মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা উৎসব উদযাপন পরিষদ।
সভাপতি চনুমং মারমা বলেন, আসন্ন সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে ৮ দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছি আমরা। সাংগ্রাই আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর জেলা অলিগলিতে পিঠা তৈরীসহ বয়োজ্যেষ্ঠদের পূজা হবে। সাংগ্রাই এর প্রধান আকর্ষণ পানি মৈত্রী বর্ষণ তিনদিন ধরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে।
তিনি আরো জানান, মাঠে প্রবেশে প্রতিটি কমিটি সদস্যদের আইডি কার্ড ও সাংবাদিকদের জন্য আইডি কার্ডের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই গণমাধ্যম কর্মীসহ জেলা সর্বস্তরের মানুষকে অনুষ্ঠান সাফল্য করতে সহযোগীতা করার আহ্বান জানান তিনি। নিরাপত্তায় জন্য কোনো কিছুই কমতি থাকবে না। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা সেটআপ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রথম আলো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমাসহ গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন