মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটিতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গামাটি সদরস্থ জিমনেশিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা ও প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এমন আয়োজন নিয়মিত করাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য যে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে থেকে শুরু হওয়া বিজ্ঞান অলিম্পিয়াড ও মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেন। উক্ত উদ্ভাবনী কর্মকান্ডে নির্বাচিতদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপারসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন