চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পূর্ণবাসন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ঞানোত্তারা মহাথেরো অন্ত্যেস্টিক্রিয়া অনুষ্ঠিত হ সম্পন্ন সম্পন্ন হয়েছে।
২২ মার্চ শনিবার রাজস্থলী লংগদু পাড়া বিল মাঠে ঞানোত্তারা মহাথেরো অন্ত্যেস্টিক্রিয়া শেষ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মেীয়লম্বের মহাসংঘনায়ক প্রধান হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রধান অধ্যক্ষ শ্রী মহাথেরো আসবা ভিক্ষু। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সহ জেলা পরিষদের সদস্য কর্মকর্তা কর্মচারী হেডম্যান ও কারবারি দায়ক দায়িকা তিন পার্বত্য জেলা ভিক্ষু মহাসংঘের বিহারাধ্যক্ষ প্রধান এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তির্বগবৃন্দ।
ঞানোত্তারা মহাথেরো ভিক্ষু বিগত বছরে নিজ লংগদু পূর্ণবাসন পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বৌদ্ধ ধর্মের অনুযায়ী ৭১ বর্ষাবাস ভিক্ষু জীবন সন্ন্যাসী ছিলেন।
রাজস্থলী লংগদু পূর্ণবাসন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ ঞানোত্তারা মহাথেরো অন্ত্যস্টিক্রিয়া উদযাপন কমিটির নাম প্রকাশ অনিচ্ছুক জানান, তার মৃত্যুর বয়স ৯১ বছর। পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সপ্তম মহাসংঘনায়ক সিনিয়র মহাথেরো ভিক্ষু ছিল বলে জানা যায়। মহাথেরো দেহটি বিগত বছর হতে বৌদ্ধ ধর্মের মারমা রীতিনীতি অনুযায়ী এলাকার দায়ক দায়িকাসহ মহাভিক্ষু সংঘরা সার্বিক সহযোগিতায় ঞানোত্তারা মহাথেরো ভিক্ষু দেহটি কে লংগদু পূর্ণবাসন বিহারে সংরক্ষণ করা হয়েছে। ঞানোত্তারা মহাথেরো ভিক্ষু জীবনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে দেশনায় সুনামের সাথে দায়ক দায়িকা উদ্দেশ্য ধর্মের পাঠ সহ ত্রিপিটক পাঠদান প্রদান করেছেন।
এ অন্ত্যস্টিক্রিয়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যমে ২ দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনে ২১ তারিখ হতে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়। আজ সকাল হতে হাজার হাজার বৌদ্ধ ধর্মের পূন্যার্থী দায়ক দায়িকাসহ ছোট বড় বৃদ্ধ বয়সী বিল মাঠ প্রাঙ্গণে সমাগম দেখা যায়। মহাথেরো ভিক্ষুকে শোক শ্রদ্ধা নিবেদন জানাতে ফুল মোমবাতি আগরবাতি টাকা পয়সা দান হিসাবে শ্রদ্ধাঞ্জলি ছোট বড় শিশুরাও বৌদ্ধ ভিক্ষু দেহটি দোলনা উপর ফুল আগরবাটি ছিটিয়ে প্রার্থনা করতে উপস্থিতি দেখা গেছে। দুপুর দুইটার দিকে বৌদ্ধ ধর্মে প্রাণ দায়ক দায়িকাসহ নানা পেশাজীবিরা ধর্ম দেশনায় শুনতে ও পঞ্চশীল, অষ্টশীল এর মাধ্যমে পালিত হয়।
ধর্মদেশনা শেষে বিকাল পাঁচটা ডুমকাবাজি ফাটিয়ে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুযায়ী মহাথেরো দেহটিকে আগুনে পোড়ানো হয়। একসাথে কয়েক হাজার লোক স্বর্গীয় ভিক্ষু উদ্দেশ্যে সুখ শান্তি প্রার্থনা করা হয়েছে।
অন্ত্যস্টিক্রিয়া উদযাপিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, উদারা ভিক্ষু বাঙ্গালহালিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ভারপ্রাপ্ত। সকাল হতে বিকাল পর্যন্ত নারী যুবক ও যুবতী শৈং নৃত্য দল পরিবেশনার মধ্যে দিয়ে ৭ম দক্ষিণ অঞ্চলের মহাসংঘনায়ক মহাথেরো ঞানোত্তারা ভিক্ষু শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। সব্বে সত্তা সুখীতা হোন্ত , জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন