সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসেস মমতা আফরিন, কে প্রেস ক্লাব এর পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শুভাষীষ দাস, মোঃ বাহার উদ্দিন, রতন বৈষ্ণব ত্রিপুরা,মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, শাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম, মোঃ তুহিন নিজাম, এমদাদ খান, মাসুদ রানা প্রমুখ।
এ সময় বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে সাংবাদিক নেতারা বলেন, তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
বিদায়ী ইউএনও মিসেস মমতা আফরিন বলেন, রামগড় উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো।
মন্তব্য করুন