সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতা হাসান শরীফ (২৩)কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জিয়ার মামলার আসামি হাসান শরীফ রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ড তৈচালা গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ ফারুক হোসেনের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ সুত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় গত ০৪ আগস্ট ২০২৪ বিকাল ৪ ঘটিকার সময রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ গর্জনতলী মিলন মিয়ার বসত বাড়ীতে একদল দুঃষ্কৃতিকারী সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় রামগড় থানার মামলা নং- ৩, তাং- ০৩/০৯/২০২৪ রুজু হয়। মামলা রুজুর পর থেকেই পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত মর্মে সনাক্ত করা হয় হাসান শরীফকে। ৪ মার্চ রাতে রামগড় পৌরসভাস্থ তৈচালাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগের এই নেতাকে পুলিশ গ্রেপ্তাতার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআর মামলার আসামী মোঃ হাসান শরীফকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ হাসান শরীফ রামগড় সরকারি ডিগ্রি কলেজ শাখার প্রথম বর্ষের ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মন্তব্য করুন