সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতের সবজিতে বাজারে স্বস্তি; কমেছে মাছ, মুরগির দামও সরবরাহ বৃদ্ধি

 

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলীঃ

গেল কয়েক মাস আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।স্বস্তি ফেরেনি চালের বাজারে, চড়া মাছ ও মুরগির দাম, বাঙালহালিয়া বাজারের সবজি বিক্রেতা বলেন, বাজারে প্রচুর শীতকালীন সবজির সরবরাহ রয়েছে। এতে দামও কমছে। তবে দুই-একটি সবজির দাম ওঠানামা করছে। এটি সাময়িক।

আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৩০ টাকা, গাঁজর প্রতি কেজি ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা,  পেঁয়াজের ফুল প্রতি মুঠো ২০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এ ছাড়া টমেটো প্রতি কেজি ৫০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৪০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি খুচরা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এই বাঙ্গালহালিয়া বাজারে সরবরাহ বাড়ায় মুরগি ও মাছের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া, প্রতি কেজি দেশি মুরগি ৫০০-৬০০ টাকা, পাকিস্তানি মুরগি ৪৫০ টাকা ।

এই বাজারে বর্তমানে প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে, রুই মাছ, ২৫০ টাকায়, কারফু মাছ, প্রতি কেজি ২৫০ টাকা, পাঙ্গাস মাছ ২০০ টাকা, নারকেল মাছ ২৫০টাকা।

 

সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে ক্রেতারা বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে, যদিও বিক্রেতারা বলছেন, এখন এই সবজিগুলোর মৌসুম নয়। বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম।

 

তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।

 

বাঙ্গালহালিয়া সবজি বিক্রেতারা বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম। যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে। আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়। দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায়। বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই।

 

তিনি আরও বলেন, পুরো শীতজুড়েই সবজির দাম এমন কমই থাকবে। শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে। তবে এখন যে সবজির দাম চলছে, এমন কম দাম অনেকদিন দেখা যায়নি।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের মাঝে লংগদু ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

স্বামীর নির্যাতনের বিরুদ্ধে জিডি করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

১০

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

১১

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১২

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১৩

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১৪

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৫

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৬

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৭

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৯

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

২০