সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা
২৭ মে ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সভাপতি জয়সিন্ধু চাকমা ও সম্পাদক রুপ কুমার চাকমা

কার্বারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কার্বারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু চাকমা ও সাধারণ সম্পাদক রুপ কুমার চাকমা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা কার্বারী সমিতির আয়োজনে বিলাইছড়ি অডিটোরিয়াম রুমে এক সম্মেলনে হেডম্যান এবং কার্বারীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ৩ বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই ১৩ সদস্য বিশিষ্ট কার্বারী সমিতি (কমিটি)। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক – এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপথ তারই ধারাবাহিকতায় নতুন কমিটি যে দায়িত্ব নিবেন তাদের অনেক কিছু গুরু দায়িত্ব রয়েছে। তা ভবিষ্যতে কিভাবে পালন করবে একটু নজর দেওয়া উচিত। তিনি আরো বলেন, সমগ্র বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে ৩ পার্বত্য জেলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখানে রয়েছে হিলট্রক্ট রেগুলেশন, ১৯০০ সনের শাসনবিধি, জেলা পরিষদ,  ১৯৯৭ সালে আঞ্চলিক পরিষদ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি নিস্পতি কমিশন। সেটার আলোকে কার্বারীর এই সম্মেলন গুরুত্বপূর্ণ এবং এই কার্বারী প্রথা। যদিওবা  হিলট্রাক্স রেগুলেশনে কার্বারী প্রথা লেখা না থাকলেও  জেলা পরিষদ আইন ৬৬ (১) ধারায় লিখিতভাবে বলা আছে রাজা, হেডম্যানের পাশাপাশি কার্বারীরাও বিচার করতে পারবে বলে বলা আছে। প্রথা অনুসারে সমস্যার সমাধান করতে পারবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ১২০ নং (এ) তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার।

বিলাইছড়ি উপজেলার কার্বারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সম্পাদক ছাড়াও সমিতির অন্যান্যরা পদে আসীন হলেন সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পান শান্তি লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, অর্থ সম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা, সহ- অর্থ সম্পাদক দিপালী তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, যুগ্ন- সাংগঠনিক সম্পাদক থিরফিল ত্রিপুরা, দপ্তর সম্পাদক অমরশিং চাকমা, সদস্য শান্তিময় চাকমা এবং বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও কার্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁন কুমার তঞ্চঙ্গ্যা, গুলক্ক তঞ্চঙ্গ্যা, মঙ্গলী চাকমা, নিরলাল তঞ্চঙ্গ্যা, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, চাইথোয়াইপ্রু মার্মা, অঞ্জনা চাকমা, স্নেহলতা চাকমা, দিপালী তঞ্চঙ্গ্য, রুপালী চাকমা, স্বপন চাকমা, বালি চাকমা, বরুন চাকমা, লিয়ানথাং পাংখেয়া, মুনি তঞ্চঙ্গ্যা, বিশ্বসাগর তঞ্চঙ্গ্যা, সুগন্ধি কুমার তঞ্চঙ্গ্যা, অনিল তঞ্চঙ্গ্যা।

সমিতিটি গঠনের প্রথম তারিখ জানা না থাকলেও ২য় বারে ২ ফেব্রুয়ারী ২০১৭ সালে গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর  ২০২৪ ইং গঠন হবার কথা থাকলে বিভিন্ন সুবিধা- অসুবিধার কারনে স্থগিত করা হয়। পরে অমরজীব কার্বারী আহ্বায়ক কল্প কার্বারী সদস্য সচিব এবং তনা কার্বারীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট  ১ টি এডক কমিটি গঠন করলে তা আজ পূর্ণাঙ্গ কমিটির রুপ ধারণ করলো।

জানা গেছে, সভাপতি পদে ২ জনের মধ্যে থুইপ্রু মার্মা (আকাশ) নির্বাচন না করে জয়সিন্ধু চাকমাকে সমর্থন করেন। সাধারণ সম্পাদক পদে মাটিরাম চাকমা, বিতুময় চাকমা, রুপ কুমার প্রার্থী হলে পরে মাটিরাম ও বিতুময় চাকমা রুপ কুমারকে সমর্থন করেন। মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক  ক্যহলাপ্রু মার্মা, কোষাধ্যক্ষ প্রিয়জয় তঞ্চঙ্গ্যা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

এতে আরো জানা গেছে, ৮৭ জন কার্বারীদের মধ্যে ভাতাপ্রাপ্ত ৫৪ জন এবং ভাতা বিহীন ৩৩ জন।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে চিংমা খেয়াং-কে ধর্ষনের পর হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়নের বিবৃতি

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির গরুর হাট: দাম ক্রেতার নাগালের মধ্যেই

কাপ্তাই লেক থেকে ২ হাজার বর্গফুট সুতার কারেন্ট জালও দুইটি কাঠের নৌকা জব্দ

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রাজস্থলীতে সেনা বাহিনীর অভিযানে অবৈধ পথে পাচারকালে সেগুনের কাঠ সহ নাম্বার বিহীন মিনিট্রাক উদ্ধার।

সাংবাদিক মুছা’র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

কাপ্তাইয়ের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের আশিকার এমপাওয়ারমেন্ট প্রজেক্ট ইন্সপেকশন ওর্য়াকশপ অনুষ্ঠিত

১০

সভাপতি জয়সিন্ধু চাকমা ও সম্পাদক রুপ কুমার চাকমা

১১

কাপ্তাইয়ের মধ্যরাতে শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

১২

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

১৩

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় রিকশা চালক নিহত

১৪

রুমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

১৫

রাজস্থলী কুক্যাছড়ি পাড়া পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান

১৬

কাপ্তাইয়ের বন্যহাতির তান্ডবে বসতবাড়ি লন্ডভন্ড, হাহাকার ক্ষতিগ্রস্ত পরিবার

১৭

বাঙ্গালহালিয়ায় দেশীয় তৈরি চোলাইমদসহ মাদক কারবারি আটক ৩জন

১৮

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী সাইফুল ইসলাম শাকিল’কে জেলা জাসাসের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা

১৯

মধুপুর শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে, বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে—— পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

২০