সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
বান্দরবানের আলীকদমে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহয়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ,অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় ইউনিয়ন পরিষদের আয়োজনে, ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অতিরিক্ত কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র মাঝে আলীকদম উপজেলা ৪টি ইউনিয়নে প্রায় ১১হাজার ৪শত ৪০জন পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। ভিজিএফ চাল বিতরণ কালে উপজেলার ৪টি ইউনিয়নের ৪ জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন চাউল বিতরণ করেন। এসময়ে ভিজিএফ চাল বিতরণে উপস্থিত ট্যাগ অফিসার সুমন দাশ, আলীকদম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা, মহিলা মেম্বার আয়েশা বেগমসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র ইউনিয়নের ৩ হাজার ২শত ৪০ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে বলে জানান ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।
মন্তব্য করুন