Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলায় দুর্ঘটনা

print news

 

 

বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলঃ

 

মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ি গ্ৰামে পাকা রাস্তা খুঁড়ে কালভার্টের কাজ চলছে এবং তা একদমই নিম্নমানের – অভিযোগ এলাকাবাসীর। সেই স্থানে গতকাল রাতে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। পাকা রাস্তা খুঁড়ে কালভার্টের কাজ করলে দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড, প্রতিবন্ধকতা বা গতিরোধ বানাতে হয়, তার কিছুই করা হয়নি বিধায় রাতের আঁধারে প্রলয় হাগিদকের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির বেপক ক্ষতি হয়েছে এবং প্রলয় হাগিদকহ কয়েকজন আহত হয়েছেন। এই বেপারে প্রলয় হাগিদক এবং এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলাকেই দোষ দিচ্ছেন। প্রলয় এবং এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। তা নাহলে আইনী প্রক্রিয়ায় যাবেন বলে জানান।

IMG 20240605 WA0006

রাস্তার পাশের বাড়ির মোঃ রহিমুল অভিযোগের সুরে বলেছেন যে, এইরকম কালভার্ট এর আগে কখনো দেখিনি কারণ এই কালভার্টটি রাস্তার তিন ফুট নিচে করা হচ্ছে যা দিয়ে কোনোভাবেই পানি পাশ হতে পারবেনা। আরো এলাকাবাসী জানান, রাস্তা খুঁড়ে কালভার্ট বা ব্রীজের কাজ করলে পাশে নির্বিঘ্নে যান চলাচলের পার্শ রাস্তা তৈরি করতে হয় কিন্তু ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান কোনোরকম দায়সারাভাবে কিছু মাটি দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে সেখান দিয়ে কোনোভাবেই চলাচল করা যাচ্ছে না, এলাকাবাসী চরম দুর্ভোগে আছেন। এই ব্যাপারে এলাকাবাসী প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

 

IMG 20240605 WA0002

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলায় দুর্ঘটনা

প্রকাশিত: ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
print news

 

 

বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলঃ

 

মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ি গ্ৰামে পাকা রাস্তা খুঁড়ে কালভার্টের কাজ চলছে এবং তা একদমই নিম্নমানের – অভিযোগ এলাকাবাসীর। সেই স্থানে গতকাল রাতে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। পাকা রাস্তা খুঁড়ে কালভার্টের কাজ করলে দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড, প্রতিবন্ধকতা বা গতিরোধ বানাতে হয়, তার কিছুই করা হয়নি বিধায় রাতের আঁধারে প্রলয় হাগিদকের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির বেপক ক্ষতি হয়েছে এবং প্রলয় হাগিদকহ কয়েকজন আহত হয়েছেন। এই বেপারে প্রলয় হাগিদক এবং এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলাকেই দোষ দিচ্ছেন। প্রলয় এবং এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। তা নাহলে আইনী প্রক্রিয়ায় যাবেন বলে জানান।

IMG 20240605 WA0006

রাস্তার পাশের বাড়ির মোঃ রহিমুল অভিযোগের সুরে বলেছেন যে, এইরকম কালভার্ট এর আগে কখনো দেখিনি কারণ এই কালভার্টটি রাস্তার তিন ফুট নিচে করা হচ্ছে যা দিয়ে কোনোভাবেই পানি পাশ হতে পারবেনা। আরো এলাকাবাসী জানান, রাস্তা খুঁড়ে কালভার্ট বা ব্রীজের কাজ করলে পাশে নির্বিঘ্নে যান চলাচলের পার্শ রাস্তা তৈরি করতে হয় কিন্তু ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান কোনোরকম দায়সারাভাবে কিছু মাটি দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে সেখান দিয়ে কোনোভাবেই চলাচল করা যাচ্ছে না, এলাকাবাসী চরম দুর্ভোগে আছেন। এই ব্যাপারে এলাকাবাসী প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

 

IMG 20240605 WA0002