খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখ্রই মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও হামলার বিচারের দাবিতে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”- এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাঙামাটির কাউখালি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। তন্মধ্যে ঘাগড়া ইউনিয়নে জুনুমাছড়া, চেলাছড়া, পানছড়ি, তালুকদার পাড়া, শুকনাছড়ি, লেভারপাড়া, শামুকছড়ি, মিতিঙ্গাছড়ি সহ বিভিন্ন জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়। ছবি- সংগৃহীত
ডেস্ক নিউজ
২১ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম
No gallery images found.
