শিরোনাম:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখ্রই মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও হামলার বিচারের দাবিতে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”- এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাঙামাটির কাউখালি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। তন্মধ্যে ঘাগড়া ইউনিয়নে জুনুমাছড়া, চেলাছড়া, পানছড়ি, তালুকদার পাড়া, শুকনাছড়ি, লেভারপাড়া, শামুকছড়ি, মিতিঙ্গাছড়ি সহ বিভিন্ন জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়। ছবি- সংগৃহীত

ডেস্ক নিউজ
২১ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম
No gallery images found.

আত্মনির্ভরতার পথে : মৌমাছি পালনে আদিবাসী অধিকার ভোগী বিলাইছড়ি মৌইন পাড়া, ​রাঙ্গামাটি: EU-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) পরিচালিত এবং হিল ফ্লাওয়ার (Hill Flower) কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অধীনে মৌমাছি পালন প্রশিক্ষণ গ্রহণের পর এক আদিবাসী অধিকার ভোগী তার নতুন জীবিকা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ​ছবির এই আদিবাসী অধিকার ভোগী তার প্রশিক্ষণ শেষে পাওয়া আধুনিক কাঠের মৌমাছির বাক্স (Bee Box) প্রস্তুত করছেন। পাহাড়ের পরিবেশ উপযোগী এই বাক্সগুলি দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদন করা সম্ভব। স্থানীয়ভাবে এই ধরনের উদ্যোগ শুধু তার পারিবারিক আয়ের উৎস বৃদ্ধি করবে না, বরং এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও সহায়ক হবে। এই প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের অতি দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু সহনশীল জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

×