গুলিবর্ষণের প্রতিবাদে আলীকদমে বিএনপির বিক্ষোভ মিছিল।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার উপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আলীকদম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারের মাছ বাজারে মুখে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও গুলিবর্ষণ গণতন্ত্রের জন্য অশনি সংকেত। অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এ সময় বক্তারা গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ













