রাজস্থলীতে ২য় নারী ইউএনও যোগদান মিজ সেলিনা আক্তার
চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিরেদক:
সেলিনা আক্তার নতুন ইউএনও হিসেবে অফিসে প্রথম দিন কার্য্যক্রম শুরু মতবিনিময় পরিচিতি সভা।
রাঙ্গামাটির রাজস্থলীতে ২য় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সেলিনা আক্তার। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স কক্ষে নতুন ইউএনও’র নেতৃত্বে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সভায় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাংবাদিকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত রাজস্থলীেথানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলা চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
নবাগত ইউএনও অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন এবং প্রথম দিনেই সকল প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এই পদে যোগদানের আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
সেলিনা আক্তার সদ্য বিদায়ী ইউএনও ইমরান খান এর স্থলাভিষিক্ত করেছেন। কর্মকর্তারা নবাগত ইউএনও’র অভিজ্ঞতা ও নেতৃত্বকে স্বাগত জানান এবং রাজস্থলীর উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।














