Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে চিম্বুক পাহাড়ে তালা ভেঙ্গে দোকান লুটপাট ও মোটর বাইক চুরি

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

print news

 

 

রুমা প্রতিনিধিঃ

 

গেল রাত্রে বান্দরবানে চিম্বুকে ১৪ মাইল ও ১৬ মাইল নামক জায়গায় তালা ভেঙ্গে দোকানে মালপত্রসহ ছয় থেকে পনেরো হাজার টাকা চুরি হয়ে গেছে বলে জানা গেছে।

 

গত (২৮ আগস্ট) বুধবার মধ্যরাত আনুমানিক ১:৩০মিনিট ঘটিকায় এ ঘটনা ঘটেছে বলে জানান দোকানদার মেনরুম ম্রো (রামরী পাড়া কারবারী) ওরফে ব্যবসায়ী সাকরুই ম্রো।

 

মেনরুম ম্রো’র ছেলে লংরুম ম্রো বলেন, আজকে সকালে দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানে থাকা সিগারেট, সয়াবিন তেল, ব্রাশ, ছাতা ও পয়সা ব্যাংকের রাখা আনুমানিক দশ হাজার টাকাসহ আরো অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। সব মিলে আনুমানিক ১৫,০০০ হাজার টাকা মত চুরি হয়ে গেছে বলে জানান লংরুম ম্রো।

 

এদিকে আরেকজন দোকানদার সাকরুই ম্রো বলেন, আমার দোকানেও চুরি হয়েছে। আমার দোকান থেকে অর্ধেক জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোকানে দরজা তালা দিয়ে বন্ধ করা ছিল। ঝুলে থাকা তালাটি ভেঙ্গে দোকানের জিনিসগুলো নিয়ে গেছে। আনুমানিক ৫,০০০ হাজার মত লোকসান হয়েছে বলে জানান সাকরুই ম্রো।

 

এদিকে একই রাত্রের চিম্বুকে ১৬ মাইল বাজারে ১৬০ সিসি, আর টি আর মটর বাইক চুরি হয়ে গেছে বলে জানান মেনওয়াই ম্রো। তিনি বলেন, চিম্বুক ১৬ মাইল বাজারে রাস্তার পাশে ছোট একটা ঘরে সবসময় আমি আমার বাইকটি রাখতাম। গতকাল মধ্য রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। সেই সুবাদে আমার বাইকটা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর আগেও চিম্বুকের লাইনে অনেকটা মটরগাড়ি চুরি হয়েছিল বলে জানান রেংক্রি ম্রো। এই পর্যন্ত ৯/১০টি মত বাইক চুরি হয়েছে বলে জানা গেছে চিম্বুক লাইনে। এ ধরনের কার্মকান্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান এলাকাবাসী।

 

মেনওয়াই ম্রো বলেন, এই ব্যাপারে বান্দরবান সদর উপজেলা থানায় জিডি করা হয়েছে। যথা সাধ্য চেষ্টার সাথে খটিয়ে দেখবেন বলে আাশাস দিয়েছেন,বান্দরবান সদর থানা এস আই নুরুল আলম।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

বান্দরবানে চিম্বুক পাহাড়ে তালা ভেঙ্গে দোকান লুটপাট ও মোটর বাইক চুরি

প্রকাশিত: ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
print news

 

 

রুমা প্রতিনিধিঃ

 

গেল রাত্রে বান্দরবানে চিম্বুকে ১৪ মাইল ও ১৬ মাইল নামক জায়গায় তালা ভেঙ্গে দোকানে মালপত্রসহ ছয় থেকে পনেরো হাজার টাকা চুরি হয়ে গেছে বলে জানা গেছে।

 

গত (২৮ আগস্ট) বুধবার মধ্যরাত আনুমানিক ১:৩০মিনিট ঘটিকায় এ ঘটনা ঘটেছে বলে জানান দোকানদার মেনরুম ম্রো (রামরী পাড়া কারবারী) ওরফে ব্যবসায়ী সাকরুই ম্রো।

 

মেনরুম ম্রো’র ছেলে লংরুম ম্রো বলেন, আজকে সকালে দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানে থাকা সিগারেট, সয়াবিন তেল, ব্রাশ, ছাতা ও পয়সা ব্যাংকের রাখা আনুমানিক দশ হাজার টাকাসহ আরো অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। সব মিলে আনুমানিক ১৫,০০০ হাজার টাকা মত চুরি হয়ে গেছে বলে জানান লংরুম ম্রো।

 

এদিকে আরেকজন দোকানদার সাকরুই ম্রো বলেন, আমার দোকানেও চুরি হয়েছে। আমার দোকান থেকে অর্ধেক জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। দোকানে দরজা তালা দিয়ে বন্ধ করা ছিল। ঝুলে থাকা তালাটি ভেঙ্গে দোকানের জিনিসগুলো নিয়ে গেছে। আনুমানিক ৫,০০০ হাজার মত লোকসান হয়েছে বলে জানান সাকরুই ম্রো।

 

এদিকে একই রাত্রের চিম্বুকে ১৬ মাইল বাজারে ১৬০ সিসি, আর টি আর মটর বাইক চুরি হয়ে গেছে বলে জানান মেনওয়াই ম্রো। তিনি বলেন, চিম্বুক ১৬ মাইল বাজারে রাস্তার পাশে ছোট একটা ঘরে সবসময় আমি আমার বাইকটি রাখতাম। গতকাল মধ্য রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। সেই সুবাদে আমার বাইকটা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর আগেও চিম্বুকের লাইনে অনেকটা মটরগাড়ি চুরি হয়েছিল বলে জানান রেংক্রি ম্রো। এই পর্যন্ত ৯/১০টি মত বাইক চুরি হয়েছে বলে জানা গেছে চিম্বুক লাইনে। এ ধরনের কার্মকান্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান এলাকাবাসী।

 

মেনওয়াই ম্রো বলেন, এই ব্যাপারে বান্দরবান সদর উপজেলা থানায় জিডি করা হয়েছে। যথা সাধ্য চেষ্টার সাথে খটিয়ে দেখবেন বলে আাশাস দিয়েছেন,বান্দরবান সদর থানা এস আই নুরুল আলম।