একজন হার্টের রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
বরার্ট বম একজন হার্টের রোগী। হাসপাতাল সূত্রে জানা যায় তার শরীরে রিং লাগাতে হবে। খরচ প্রয়োজন হতে পারে ৪-৫ লক্ষ টাকার মত। দীর্ঘদিন চিকিৎসার পর সে আর নিঃসম্বল হয়ে পড়েছে। মানুষ যতদিন বেছে থাকে জীবন সংগ্রাম করে।শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। তার লেখা হুবহু তুলে ধরা হলো।

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারি না? ও বন্ধু।
সবাইকে জানাই আসসালামুয়া লাইকুম, আদাব, সালাম, নমস্কার ও ইম্মানুয়েল। আজ আমি রেভারেন্ডঃ রবার্ট বম পিতাঃ মৃত, আলকিপ বম মাতাঃ থংলিয়ানকিম বম গ্রামঃযমুনাছড়ি বম পাড়া, ৩নং ফারুয়া ইউনিয়ন, উপজেলাঃ বিলাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা। আমি আপনাদের কাছে আমার কপালে লিখন কাহিনী শেয়ার না করে থাকতে পারছিলাম।আমার সংসারে জীবন কাহিনী। আমার বর্তমানে পরিবারে মা সহ সাত (৭) জন জনসংখ্যা। আমার ছেলে মেয়ে ৪ জন স্কুল কলেজে পড়ুয়া রয়েছে।আমার বড় মেয়ে ২০১৫ সাল থেকে তার শারিরীক অসুস্থতা কারণে আজ পর্যন্ত বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এবং আমার বাবা লিভার ক্যান্সার বা ব্র্যান্ড সিরোসিস রোগে আক্রান্ত হয়ে প্রায় তিন (৩) বৎসর চিকিৎসা করা পর বাবা আমাদেরকে ছেড়ে পুরলোকগমণ করেন।বাবা আর মেয়ে চিকিৎসার জন্য প্রায় ৩০/৪০ লক্ষাধীক টাকা খরচ হয়।বাবার মৃত্যু ১৫ দিন পর আমার মেজো মেয়ে এপেডিসাইটিস কারণে অপারেশন করতে হয়েছে, এবং ২ মাস পর আমার ছেলে চোখের চিকিৎসা করতে হল। পরিশেষে আমি নিজে বিগত ১৮ জানুয়ারি ২০২৪ সাল হইতে হার্টের সমস্যা, টাইফেক, হাইপ্রেসার ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করতে করতে প্রায় ৪/৫ লক্ষাধীক টাকা খরচ করার পরেও আজ পর্যন্ত সুস্থ হতে পারিনাই। বর্তমানে ও ২/৩ দিন যাবত বিলাইছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। বিগত সময় থেকে আমার ছেলে,মেয়ে ও বাবার সুচিকিৎসা জন্য সরকারি, বেসরকারি, সংস্থা অফিসে আর্থিক সাহায্য সহযোগীতা অনুদান আশায় অফিসে অফিসে, দরজায় দরজায় গিয়েছিলাম, কিন্তুু,দুঃখের বিষয় পুরাকপাল আমার আজ পর্যন্ত খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তবু, আামাদের, হাস মুরগি, গরু ছাগল গাড়ি বাড়ি বিক্রি করে এবং মহাজনদের কাছে শোধে টাকা নিয়ে চিকিৎসা চালিয়েছি।আবারো এখন আমার সুচিকিৎসার জন্যে ভাল হাসপাতালে চিকিৎসা না করলে আমার শারিরীক অবস্থা খারাপ দিকে হওয়ার সম্ভাবনায় বেশি, বর্তমানে আমার নাই কোন টাকা পয়সা, নাই কোন ধন সম্পদ বিক্রি করার মত কিছু। শুধু আছে সৃষ্টিকর্তার নাম ডাকা ছাড়া কিছুই নাই।

ধন্যবাদ দাদা, সুস্থ হলে দেখা হবে আবার। God blessed to you all family member. I prayer for your family.
See You soon.
বিকাশ/ নগদ- 01616231700.




