রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
সকলের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রুমায় বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ (বিএসসি-বি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মেয়াদে বম জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বম।
গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রুমায় তার কার্যালয়ে এক আলাপচারিতায় তিনি বলেন, বম জাতিসত্তার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএসসি-বি ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কাজ করবে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত শনিবার বান্দরবানের রুমা উপজেলার বম কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিএসসি-বি’র ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ এবং রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।
এই বার্ষিক সাধারণ সম্মেলনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম সম্প্রদায়ের বিভিন্ন মণ্ডলীর পুরোহিত, মৌজার হেডম্যান, পাড়া প্রধান কারবারি, নারী ও যুব সংগঠনের নেতৃবৃন্দসহ যুবক-যুবতী মিলিয়ে তিন শতাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিকেলে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে লালজারলম বমকে সভাপতি এবং লাললিয়ান সম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: লালসাংতন বম, সহ-সভাপতি: লাললিয়ানসাং বম (সাংপুই), সহ-সাধারণ সম্পাদক: রেফারেন্স ভাননোয়াম বম, কোষাধ্যক্ষ: লালরৌপুই বম, সাংগঠনিক সম্পাদক: পাস্টর লালভানত্লিং বম।
সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন—রেভারেন্ড পাকশিম বিত্লুং, রেভারেন্ড লালুনরূয়াল বম, রেভারেন্ড লালথাংজেল বম, লিয়ানাও কারবারি এবং লালচেও হেডম্যান।
নিরীক্ষকের দায়িত্ব পালন করবেন— যাজক লালপিয়ান্থং বম ও নিয়াংথন বম।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মিসেস নেমকিম বম, মেরি জয় বম, ডননেম বম, জিনগেংমাউই বম, মিসেস জির্টলুয়াং, লাল দুহ সাং বম, লালচেউসাং থাংমিং, রেমাক্রি প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম এবং লালসমথাং কারবারি।
নির্বাচন পরিচালনায় প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেভারেন্ড লালরেমসং বম। অন্যান্য কমিশনার ছিলেন রেভারেন্ড লালুংরুয়াল বম ও লালথন বম।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি পরবর্তীতে সমাজের নিবেদিতপ্রাণ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং বম সমাজের সার্বিক কল্যাণে কাজ করবে।















