শিরোনাম:

রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

মথি  ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

সকলের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রুমায় বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ (বিএসসি-বি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মেয়াদে বম জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বম।

গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রুমায় তার কার্যালয়ে এক আলাপচারিতায় তিনি বলেন, বম জাতিসত্তার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএসসি-বি ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কাজ করবে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত শনিবার বান্দরবানের রুমা উপজেলার বম কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিএসসি-বি’র ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ এবং রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

এই বার্ষিক সাধারণ সম্মেলনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম সম্প্রদায়ের বিভিন্ন মণ্ডলীর পুরোহিত, মৌজার হেডম্যান, পাড়া প্রধান কারবারি, নারী ও যুব সংগঠনের নেতৃবৃন্দসহ যুবক-যুবতী মিলিয়ে তিন শতাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিকেলে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে লালজারলম বমকে সভাপতি এবং লাললিয়ান সম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: লালসাংতন বম, সহ-সভাপতি: লাললিয়ানসাং বম (সাংপুই), সহ-সাধারণ সম্পাদক: রেফারেন্স ভাননোয়াম বম, কোষাধ্যক্ষ: লালরৌপুই বম, সাংগঠনিক সম্পাদক: পাস্টর লালভানত্লিং বম।

সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন—রেভারেন্ড পাকশিম বিত্লুং, রেভারেন্ড লালুনরূয়াল বম, রেভারেন্ড লালথাংজেল বম, লিয়ানাও কারবারি এবং লালচেও হেডম্যান।

নিরীক্ষকের দায়িত্ব পালন করবেন— যাজক লালপিয়ান্থং বম ও নিয়াংথন বম।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মিসেস নেমকিম বম, মেরি জয় বম, ডননেম বম, জিনগেংমাউই বম, মিসেস জির্টলুয়াং, লাল দুহ সাং বম, লালচেউসাং থাংমিং, রেমাক্রি প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম এবং লালসমথাং কারবারি।

নির্বাচন পরিচালনায় প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেভারেন্ড লালরেমসং বম। অন্যান্য কমিশনার ছিলেন রেভারেন্ড লালুংরুয়াল বম ও লালথন বম।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি পরবর্তীতে সমাজের নিবেদিতপ্রাণ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং বম সমাজের সার্বিক কল্যাণে কাজ করবে।

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিলাইছড়িতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান

রুমায় বিএসসি-বি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তাফা কামাল, মো. নাদিম মাহমুদ (এস আই), উপজেলা নির্বাচন অফিসার  ছালেহ আহমদ ভুইঁয়া, থানা এসআই মো. নাদিম মাহমুদ উপস্থিত ছিলেন।

বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি স্টোরকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এতে বিসমিল্লাহ স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। ইদ্রিস স্টোরকে (ইসহাক) মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে থাকায় ৫১ ধারায় ২,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। সুনীল স্টোর (সুমনের) মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে।

×