ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ২৪ ইংঃ সন্ধ্যা ৬টা বাজে ৩০ মিনিটের সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা শাখার অফিস কক্ষ মেরুং বাজারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেরুং ইউনিটের সভাপতি মো: শাহজাহানের সভাতিত্বে: সভার কার্যক্রম শুরু হয়।
উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো: জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের টিম সদস্য মো: আনিছুর রহমান- সহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন বাবুল।
প্রধান অতিথি পবিত্র কোরআনুল কারীমের সুরা বাক্বারার ৩০ নং আয়াতের দারস পেশ করেন।
দারসুল কোরআনে মুহতারাম বলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা।
আর বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে।
সৎ ও দক্ষ নাগরিক গড়ে তোলার মাধ্যমে সৎ নেতৃত্ব নির্বাচন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি তাদের আলোচনায় দাওয়াতী কাজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন খাগড়াছড়ি দীঘিনালা ছোট মেরুন কাউন্সিল মসজিদের সম্মানিত খতিব এম আবু রায়হান আল বাশার।