খাগড়াছড়ি–২৯৮ আসনে ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন
ছবি- প্রতিকী
সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ি–২৯৮ আসনে ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪জন সাইফুল ইসলাম খাগড়াছড়ি। পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এ আসনে মোট ৫ লাখ ৫৪ হাজার ১১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
খাগড়াছড়ি–২৯৮ আসনটি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়।
উপজেলাভিত্তিক ভোটার সংখ্যা জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী— রামগড় উপজেলা: ৪৮,৬৯৬ জন ভোটার, পানছড়ি উপজেলা: ৫৮,২০০জন ভোটার, মানিকছড়ি উপজেলা: ৫৯,৬০০ জন ভোটার, মাটিরাঙ্গা উপজেলা: ৯৫২৮২ জন ভোটার, গুইমারা উপজেলা: ৩৭৯০৬ জন ভোটার, দীঘিনালা উপজেলা: ৯৫০৫৫ জন ভোটার, মহালছড়ি উপজেলা: ৩৮,৪৫৫ জন ভোটার, লক্ষ্মীছড়ি উপজেলা: ২২৫,৭৫ জন ভোটার ও খাগড়াছড়ি সদর উপজেলা: ৯৮৩৪৫ জন ভোটার।

এ আসনের ভোটারদের মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান, যা নির্বাচনী অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি–২৯৮ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।














