শিরোনাম:

বোয়ালখালী বালি খেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বোয়ালখালী বালি খেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম :

অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী রিদোয়ান খানকে গত ৩ জানুয়ারী মারধর করে দুই হাত ভেঙে দেয়।
পুঙ্গু অবস্থায় চিকিৎসার মধ্য দিয়ে সঠিক বিচার পাওয়ার জন্য রবিবার (১১ জানুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের শরণাপন্ন হন।

সংবাদ সম্মেলনে ইট রড ব্যবসায়ী রিদোয়ান খান তার লিখিত বক্তব্যে বলেন চাঁদা না দেয়ায় ও প্রতিবাদ করায় উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে ২২দিন জেল খাটান। আমি জামিনে মুক্ত হলে আমার পূর্বপুরুষের বসত ভিটা রক্ষা ও বালি উত্তোলনের ফলে ভেঙ্গে যাচ্ছে নিষেধ করলে উল্টো ক্ষিপ্ত হয়ে বালিখেকো আজিজুল হক তার জলদস্যু বাহিনী নুরুল আবছার প্রকাশ কালা রোকচার, শহিদুল ইসলাম শহীদ প্রকাশ কালা শহীদ, জানে আলম নান্নু প্রকাশ ব্যাট্টা নানু, রাশেদুল ইসলাম রাশেদ (মাদক ব্যবসায়ী) মোঃ আসিফসহ মিলে অমানসিক নির্যাতন ও মারধর করে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। চিকিৎসারত অবস্থায় আমার সহধর্মিণী স্থানীয় বোয়ালখালী থানায় মামলা করতে গেলে ৩ দিন পর্যন্ত কোন মামলা গ্রহণ না করে পুলিশ পরে তাদের মনগড়া মতো মামলা তৈরি করে নেয়।

ঐদিকে মামলা করায় আজিজুল হক আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এসব অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে যেনো সঠিক ব্যবস্থা গ্রহণ করে ও তার পরিবার পরিজন যে হুমকির মুখে ও নিরাপত্তাহীনতায় আছে তার সঠিক বিচার পায়।।

ত্রুয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাজেকে উদলছড়ি ৫৪ বিজিবির জনসচেতনতামূলক আলোচনা

বোয়ালখালী বালি খেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাজেক ইউনিয়নের উদলছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৫৪ বিজিবির অধীনস্থ বিওপির বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির অন্যান্য সদস্যবৃন্দ, উদলছড়ি পাড়ার কারবারি ও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার কথাও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় পাহাড়ি এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বলেন, “বিজিবি যেভাবে আমাদের সর্বদা চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে পাশে থাকে, সেই বিবেচনায় আমরাও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

রামগড়ে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিল

বোয়ালখালী বালি খেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক তিনটি স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রামগড় সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে লামকুপাড়ায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রামগড় পৌর মহিলা দলের আয়োজনে বল্টুরাম এলাকায় এবং বিকেলে পাতাছড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে নাকাপা বাজারে পৃথকভাবে এসব সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকারিয়া জিনাত বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা আলম, উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিলাইছড়িতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান

বোয়ালখালী বালি খেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তাফা কামাল, মো. নাদিম মাহমুদ (এস আই), উপজেলা নির্বাচন অফিসার  ছালেহ আহমদ ভুইঁয়া, থানা এসআই মো. নাদিম মাহমুদ উপস্থিত ছিলেন।

বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি স্টোরকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এতে বিসমিল্লাহ স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। ইদ্রিস স্টোরকে (ইসহাক) মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে থাকায় ৫১ ধারায় ২,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। সুনীল স্টোর (সুমনের) মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে।

×