সাইফুল ইসলাম রামগড়ঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির এর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন পিএইচসি। পরিদর্শনকালে বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত জাহান তুহিন উপস্থিত ছিলেন।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রামগড় বিজিবির জোন এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
জোন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকার পূজামন্ডপ গুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি। আমাদের বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করেছি। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত আছি। অন্যান্য বাহিনীর সাথে বিজিবির জনবলও থাকবে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায়। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা করছি।
এ সময় শ্রী শ্রী দক্ষিণেশ্বর রামগড় কালী মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ দাস, ডাঃ বাদল চক্রবর্তী সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।