শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
শিরোনাম:

কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
0 বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ

 

রিপন মার্মা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কমিউনিটি হেলথ প্রোগামের যৌথ উদ্যোগে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে তরুণ তরুণীদের অংশগ্রহনে র্যালি, আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে এদিন সকাল ৯ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম হতে একটি বর্ণাঢ়্য র্যালি বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়মে এসে শেষ হয়। র্যালিতে কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার দুই শতাধিক তরুণ তরুণী অংশ নেন।

পরে সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন। এসময় তিনি বলেন, যুবকরা পারে একটি সুন্দর বাংলাদেশ বির্ণামানে। যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা : প্রবীর খিয়াং এর সভাপতিত্বে তরুণী অন্তি দে’ র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ার সহকারী প্রকল্প ব্যবস্থাপক অজান্তা তনচংগ্যা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ফিন্যান্স ম্যানেজার সন্তোষ বোস।

পরে যুব উদ্যোক্তা হিসাবে কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাই সাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যাকে সম্মাননা প্রদান করা হয়।

এদিকে ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে হাসপাতাল সংলগ্ন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং হাসপাতালের অডিটোরিয়ামে তরুণ তরুণীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘‘তারুণ্যের উৎসবে মাতল কাপ্তাইয়ে যুব সমাবেশ ও হা-ডু-ডু খেলা সম্পন্ন”

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম
কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি কাপ্তাইয়ে নৈসর্গিক পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘তারুণ্যের উৎসব-২০২৫’। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা যুবক উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এই উৎসবের অংশ হিসেবে আয়োজিত বিশাল যুব সমাবেশ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। এতে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৩২-৩০ পয়েন্টে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। সহকারী ছিলেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল কাদের। স্কোরার: রেজাউল করিম। ধারাবর্ণনায় : ওসমান গণি তনু।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।এসময় তিনি বলেন, “তরুণরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। কাপ্তাইয়ের এই উৎসব প্রমাণ করেছে যে, সুযোগ পেলে আমাদের যুবসমাজ তাদের মেধা ও শারীরিক সক্ষমতা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখাতে পারে। হা-ডু-ডু খেলার আয়োজন আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছে।” পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল আলম। এদিকে যুব সমাবেশ উপলক্ষে অদম্য নারী সম্মাননা প্রাপ্ত যুব উদ্যোক্তা লেডি বাইকার কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাই সাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যা সমাবেশে সফলতার গল্প তুলে ধরেন।

আলীকদমে শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে প্রথমে আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তার গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে আলীকদম বাজারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।

‎বিক্ষোভ মিছিলে আলীকদমের সর্বস্তরের জনগণ, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও বর্বর উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছে।

‎বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‎এ সময় বক্তব্যে রেড জুলাইয়ের ছাত্র প্রতিনিধি আরফাতুল ইসলাম বলেন, ওসমান হাদি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর ও নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার নেতা। তার হত্যার মাধ্যমে সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে অল্প সংখ্যক মানুষ নিয়েই আলীকদমে ইনকিলাব মঞ্চ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

‎বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

অপারেশন ডেভিল হান্ট : রামগড়ে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:১০ পিএম
কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড়ে “অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২” নামের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) রামগড় থানা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—
রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), যিনি রামগড় পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক,
রামগড় সদর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), যিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাউদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম, যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এবং তারা রামগড় থানার তালিকাভুক্ত আসামি। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

×