বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী, বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী
বাঙ্গালহালিয়ায় চুরির উপদ্রব বেড়ে চলেছে
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় গতরাতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের ওয়াশ ব্লকের তালা ভেঙে সব পানির কল/টেপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ চরম দুশ্চিন্তায় পড়েছে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বিদ্যালয়ে সংরক্ষিত অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ ও সরকারি সম্পদও ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, ইদানীং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছেসরা চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ধারণা, নেশাগ্রস্ত কিছু ব্যক্তি এসব চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এলাকাবাসীর মতে, চুরি, মাদক সেবন ও মাদক কারবার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, বাঙ্গালহালিয়া ইউনিয়নে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে পরোক্ষভাবে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে জনমনে তীব্র ক্ষোভ, হতাশা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুরি, মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে অবিলম্বে কঠোর এবং নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের একটাই প্রত্যাশা—দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ বাঙ্গালহালিয়া ইউনিয়ন নিশ্চিত করা হোক।
এই বিষয়ের শিক্ষা অফিসার তাজরুল ইসলাম বলেন, পাবনাটিলা সঃপ্রাঃবিঃ রাস্তার পাশে অবস্থিত। বিদ্যালয়ে সীমানা প্রাচীর রয়েছে কিন্ত নৈশ প্রহরী কাম দপ্তরী নেই। এই সুযোগে রাতে ওয়াশব্লকের পানির ট্যাপ চুরি হয়েছে।বিষয়টি খুবই দূঃখজনক। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগিতায় এলাকায় সচেতনতামূলক সভা করা প্রয়োজন।
এলাকাবাসীর মতে, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া হবে জানান।















