শিরোনাম:

খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াঁদুদ ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ধানের শীর্ষে মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হলেও নির্বাচনী ট্রাইব্যুনালে আদালত তাকে নির্বাচিত ঘোষনা করা হয়। ১৯৯৬ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রাার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তবে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেন। ১৯৮৯ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের বিএনপি সরকারে আমলে ২০০২ সালে ওয়াদুদ ভূইয়াকে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যসহ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ওয়াদুদ ভুইয়া ২০০২ সালে তিনি সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বাবু সমীরণ দেওয়ান। সোমবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক এর কার্যালয় থেকে বাবু সমীরণ দেওয়ান পক্ষে মনোনয়ন গ্রহণ করেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পুরুষোত্তম চাকমা।

এই সময় উপস্থিত ছিলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বাবু বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিন আসনের মধ্যে খাগড়াছড়িতে ভোটার সবচেয়ে সংখ্যা বেশি ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। সর্বশেষ জনশুমারি অনুযায়ী, জেলায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় সমান।

কাপ্তাই যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ে  আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা উপজেলা প্রশাসনে আয়োজনে সম্মেলন কক্ষে কিন্নরী এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ইন্সট্রাক্টর রিনা চাকমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য। প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে কাজ করছেন। অথচ তাদের সম্মান দেওয়া হয় খুব কম।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে।

তাই আজকে সকলের প্রতি উদাত্ত আহবান জাানাচ্ছি, আর নয় অবৈধ পথে বিদেশ যাওয়া, মৃত্যুকে ডেকে আনা। দক্ষ শ্রমিক হয়ে বৈধ পথে বিদেশে গিয়ে দেশের জন্য সুনাম কুড়াবো এবং দেশের জন্য রেমিট্যান্সের পরিমাণ বাড়াবো। আর এ রেমিট্যান্সের টাকায় দেশ হবে আরো সমৃদ্ধশালী, এ হোক আজকের প্রত্যয়।

রাজস্থলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত 

খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

“এ স্লোগান দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানের প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাঙ্গামাটি রাজস্থলীতে পালিত হয়েছে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।

উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান। অনুষ্ঠানে রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং ইন্সট্রাক্টর মোঃ আরিফুর রহমান প্রানি সম্পদ কর্মকর্তা ডা, নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু, থানা উপপরির্দশক জয়নাল আবেদিন, সাংবাদিক উচাপ্রু, হাবীবুল্ল্যাহ মিজবা, তথ্য অফিসার লুই মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।আলোচনা

সভায় ডা,নওশাদ তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। আজকের এই শুভক্ষণে দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘাম ঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে বলে বক্তব্য রাখেন।

খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো দেশ”, “বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে প্রবাসী পরিবার ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও রামগড় ১নং ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রেহান উদ্দিন, অগ্রণী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক মিঠুন ভৌমিক, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, অভিবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বিদেশে যেতে ইচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। দক্ষতা অর্জন করে বিদেশে গেলে ব্যক্তি ও দেশের উভয়েরই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, আমাদের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ না থাকায় কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে মানবসম্পদ রপ্তানিই দেশের উন্নয়নের অন্যতম প্রধান উপায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিবসটি বিশ্বব্যাপী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

×