মানিকছড়ি বিএনপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
মানিকছড়ি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ও আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব নেতৃত্বে বিজয় র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলায় বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ শুরু হয়ে বিজয় র্যালি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানিকছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব মো. মীর হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সদস্য আবুল বশর, জেলা সেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রকি, উপজেলায় বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, আবুল কাশেম চেয়ারম্যান,কমিটি সদস্য নুরুজ্জামান মাষ্টার, সফিকুর রহমান সফিক, মানিকছড়ি সদর ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ উপজেলা ও ইউনিয়নে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
একইসঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


















