মানিক সাহা, গাইবান্ধাঃ
আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করা গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল পুণরায় চালুর করণ এবং চিনিকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন ও পথসভা করেছে চিনিকল শ্রমিকরা।
আজ বুধবার (২ অক্টোবর) বেলা ১১টায় জেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে চিনিকল চালু ও রক্ষা সংগ্রাম পরিষদ।
পথসভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, রবিউল ইসলাম খাজা, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুটেরাদের স্বার্থ রক্ষায় দেশের ছয়টি বৃহৎ চিনিকল বন্ধ করে চিনির দাম তিনগুণ বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করেছে তারা।
তাই ক্ষতিগ্রস্ত চিনিকল শ্রমিক এবং আখচাষীদের স্বার্থে অন্যায়ভাবে বন্ধ রংপুর চিনিকল অবিলম্বে পুণরায় চালুর দাবি জানান।কর্মসূচিতে চিনিকল শ্রমিক, আখচাষী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন