পাহাড়ে গণসংযোগে পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং।

বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ের অবিসংবাদিত নেতা পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং এর গণ সংযোগে বেতছড়া ইউনিয়ন বৈদ্য পাড়ায় এক মত বিনিময় সভা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ২নং তারাছা ইউনিয়নের বৈদ্য পাড়ায় সর্বস্তরের জনসাধারণের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেএসমং এর আগমনে এলাকাবাসীরা নিজেদের আয়োজনে এই মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্ত ভাবে ফুলের মালা দিয়ে বরণ করে।
সভায় রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৬নং বেতছড়া মৌজা হেডম্যান হ্লাথোয়াইহ্রী, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা, ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবাসিং মারমা, নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যাসহ এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা।
সভায় প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবল ইচ্ছে থাকার পর নিজ জেলা, নিজ এলাকার মানুষের কাতারে আসতে পারিনি। কাছে এসে শুনতে পারিনি দূর্গমে বসবাসরত পাহাড়ের মানুষের কষ্টের গল্প। দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়িয়ে পাহাড়ের মানুষগুলোর থেকে পাহাড় থেকে, নিজ আবাসস্থল থেকে দূরে সরে থাকতে হয়েছে। বিগত সরকার শুধু উন্নয়ন করেছে ঠিকই কিন্তু স্বজাতির উন্নয়নের কথা বলেনি। স্বজাতি উন্নয়নের কথা চিন্তা করেনি। শুধু রাস্তাঘাট আর মসজিদ, মন্দির, বিহারের উন্নয়নে মনোযোগ দিয়েছিলো। তাই স্বজাতি গুলো স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে উন্নয়নের পরিপূর্ণতা তবেই ফিরে আসবে। বর্তমান এই সংকট সময়ে পাহাড়ে বসবাসরত সবাইকে একসাথে একজোটে কাজ করতে হবে। তবেই নিজেদের সংস্কৃতি, অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হবে। পাহাড়ের নেতৃত্বে নীতি আদর্শ ঠিক রেখে চললে তবেই পাহাড়ের পাহাড়বাসীরা বাঁচবে।
শেষে তিনি পাহাড়ের মানুষের অধিকার, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দেন এবং অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের আওতায় আনার আশ্বাস দেন।