রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ২৪ শহিদদের স্মরণে আলোচনা সভা
সাইফুল ইসলাম, রামগড়ঃ
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসন আমলে তার গুন্ডাবাহিনী দিয়ে ১৬ জুলাই ‘২৪ – ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে গনহত্যা করা হয়েছে। ঐতিহাসিক জুলাই,আগস্ট ২৪শে স্বৈরাচার মুক্ত আন্দোলনে শহিদ হওয়া সকল শহিদদের স্মরণে দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ ও শহিদ দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ১৬ জুলাই ২০২৫ শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১.৩০ টার সময় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) ইসমত জাহান তুহিন, উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন প্রমুখ।
অনুষ্ঠিত স্মরণ সভাতে বক্তারা ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দ্বারা ছাত্র জনতাকে গনহত্যা করে যে ইতিহাস রচিত হয়েছে তার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়াও স্মরণ সভাতে উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।














