শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম:

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

সিএইচটি বার্তা ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ৯:০৬ এএম
61 বার পড়া হয়েছে
ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার পিতা বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক এবং একজন ব্যবসায়ী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা। মাতা- ফাহমিদা রুবাইয়া রুমা। পরিবারের বড় সন্তান শ্রেষ্ঠা। তার এক ছোট ভাই রয়েছে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষে তিনি রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, বৈচিত্র্যময় শক্তি, পরিবর্তনের অঙ্গীকার। অনেক দ্বিধা – দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে ডাকসু নির্বাচনে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করলাম।  জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি। আন্দোলনে অংশ নিতে গিয়ে আমি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

আমি রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, অনেক দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি পাহাড় ও সমতলের এক মিষ্টি মেলবন্ধনে বড় হয়েছি। সকলের অধিকার রক্ষায় এবং সকলকে সাথে নিয়ে চলার যে সুদীর্ঘ পথ— সে পথে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই। আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা, দোয়া এবং সমর্থন জানাবেন।

ফারুয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ১২:৫০ পিএম
ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে ১০৮ জন মৎস্যজীবির মাঝে জুলাই ২০২৫ মাসের ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন।

এতে তদারকি কর্মকতা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যালাল তঞ্চঙ্গ্যা’র পক্ষে কনক তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকতা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা এবং রিনু কুমার তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

কাপ্তাই স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম
ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিথিঃ

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা চত্ত্বর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। “স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সিঃ যুগ্ন সম্পাদক মোঃ আলী বাবর, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির, সিঃ যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, যুগ্ন আহবায়ক আরজ হোসেন সুমন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের সর্বস্তরে জনগণের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রামগড়ে ইনডেক্স এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম
ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড়ে ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড এর আয়োজনে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনডেক্স ল্যাবঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবঃ লিমিটেড এর পরিচালক ও প্রশিক্ষক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শওকত হোসেন ভূঁইয়া।

এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিলার বৃন্দ। সেমিনারের বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ঔষধ সেবনের পরামর্শ সহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

×