মধুপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ২টি কারখানায় ১৫ হাজার টাকা জরিমানা

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলঃ
মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে আসছে শিশুখাদ্য এবং বেকারির মালামাল। সেই অভিযোগের ভিত্তিতে আজ ১৫ অক্টোবর ২০২৫ মধুপুর উপজেলার কাকরাইদের চিপস কারখানার ও আশ্রা এলাকার বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির অপরাধে কাকরাইদের এক চিপস ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আশ্রায় অবস্থিত বেকারিতে গিয়ে দেখা যায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় কেক-বিস্কিট-ব্রেড তৈরি করা হচ্ছে। মোড়কের গায়ে বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রিত নেই। উল্লিখিত অপরাধে ফ্যাক্টরির মালিককে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এই অভিযানে সহযোগিতায় ছিলেন মধুপুর থানার বিশেষ একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান আমাদের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।