Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ক্যান্সারে আক্রান্ত রাকিব বাঁচতে চায়

print news

 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলঃ

বৃত্তের ভিতর যে ছেলেটি দেখতে পাচ্ছেন তার নাম মোঃ রাকিব হোসেন (১৫) কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণীর ছাত্র, পিতা মোঃ মিনহাজ হোসেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র গ্ৰামের (ওয়ার্ল্ড ভিশন মোড়ের) পাশেই তাদের বসবাস। রাকিব হোসেন দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার আক্রান্ত। সে প্রাণে বাঁচতে চায়, দেশ এবং মানুষের সেবায় তারই বাকি জীবনটা উৎসর্গ করতে চায়।

রাকিবের পিতা জানান চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে শুধু ঔষধের জন্য লাগে ৩ হাজার টাকার বেশি ( পথ্য খাবার ছাড়াই)। প্রতিমাসে থেরাপির জন্য লাগে ১০ হাজার টাকার বেশি, এই বিশাল চিকিৎসার ব্যয় ভার গ্রহণ করা তার গরিব পিতার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না । রাকিবকে বাঁচাতে ব্রণ মেরু ট্রান্সফার দরকার, ব্রণ মেরু ট্রান্সফার করার জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। তার গরিব অসহায় পিতার পক্ষে এই বিশাল অংকের টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। এই কয়েক মাসে যা সয় সম্বল ছিল এবং জমি বিক্রি করে প্রায় সাত থেকে আট লাখ টাকা তার পিতা শেষ করে ফেলেছেন রাকিবের চিকিৎসার জন্য, আর কিছুই অবশিষ্ট নেই। তাই তার পরিবার দেশের ধনাঢ্য, বিত্তবান সহৃদয়বান ব্যক্তিদের কাছে এবং প্রবাসী ভাইবোনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনার একটু একটু সাহায্যে বেঁচে যেতে পারে এই কিশোর ছাত্রের প্রাণ। তাই আপনারা এই কিশোর ছাত্রের প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন।

যারা সাহায্য পাঠাতে ইচ্ছুক নিম্নে দেয়া পারসোনাল বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

বিকাশ- ০১৭২৪৪৬৩০২০ অথবা

প্রকাশক (সিএইচটি বার্তা)- ০১৯১৮১৭১৬১৫

একাউন্ট নং- ৫০২৮০৩১১১৪৯৯৮৫

বাংলাদেশ কৃষি ব্যাংক কাকরাইদ শাখা, মধুপুর।

 

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ক্যান্সারে আক্রান্ত রাকিব বাঁচতে চায়

প্রকাশিত: ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
print news

 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলঃ

বৃত্তের ভিতর যে ছেলেটি দেখতে পাচ্ছেন তার নাম মোঃ রাকিব হোসেন (১৫) কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণীর ছাত্র, পিতা মোঃ মিনহাজ হোসেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র গ্ৰামের (ওয়ার্ল্ড ভিশন মোড়ের) পাশেই তাদের বসবাস। রাকিব হোসেন দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার আক্রান্ত। সে প্রাণে বাঁচতে চায়, দেশ এবং মানুষের সেবায় তারই বাকি জীবনটা উৎসর্গ করতে চায়।

রাকিবের পিতা জানান চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে শুধু ঔষধের জন্য লাগে ৩ হাজার টাকার বেশি ( পথ্য খাবার ছাড়াই)। প্রতিমাসে থেরাপির জন্য লাগে ১০ হাজার টাকার বেশি, এই বিশাল চিকিৎসার ব্যয় ভার গ্রহণ করা তার গরিব পিতার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না । রাকিবকে বাঁচাতে ব্রণ মেরু ট্রান্সফার দরকার, ব্রণ মেরু ট্রান্সফার করার জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। তার গরিব অসহায় পিতার পক্ষে এই বিশাল অংকের টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। এই কয়েক মাসে যা সয় সম্বল ছিল এবং জমি বিক্রি করে প্রায় সাত থেকে আট লাখ টাকা তার পিতা শেষ করে ফেলেছেন রাকিবের চিকিৎসার জন্য, আর কিছুই অবশিষ্ট নেই। তাই তার পরিবার দেশের ধনাঢ্য, বিত্তবান সহৃদয়বান ব্যক্তিদের কাছে এবং প্রবাসী ভাইবোনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনার একটু একটু সাহায্যে বেঁচে যেতে পারে এই কিশোর ছাত্রের প্রাণ। তাই আপনারা এই কিশোর ছাত্রের প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন।

যারা সাহায্য পাঠাতে ইচ্ছুক নিম্নে দেয়া পারসোনাল বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

বিকাশ- ০১৭২৪৪৬৩০২০ অথবা

প্রকাশক (সিএইচটি বার্তা)- ০১৯১৮১৭১৬১৫

একাউন্ট নং- ৫০২৮০৩১১১৪৯৯৮৫

বাংলাদেশ কৃষি ব্যাংক কাকরাইদ শাখা, মধুপুর।