শিরোনাম:

জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৈত্রী বিহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৈত্রী বিহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব ২০২৫ জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪:০০টায় রাঙ্গামাটি শহরে ঐতিহ্যবাহী বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান মৈত্রী বিহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংঘারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সভা শ্রদ্ধালংকার মহাথের, ভবুদ্ধ দত্ত মহাথের, মৈত্রী বিহারের অধ্যক্ষ পূর্ণজ্যোতি মহাথের ও শীলানন্দ মহাথের উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সহসভাপতি ভবেশ চাকমা ও ট্রাস্টি মংহ্লা চিং।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে রাঙ্গামাটি সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, বিজয় কেতন চাকমা, বিশিষ্ট কন্ঠশিল্পী রনজিত দেওয়ান, সাবেক যুগ্ম জেলা জজ ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, রাবিপ্রবি-র কম্পিউটার সায়েন্স-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পিবিএল সভাপতি রনজ্যোতি চাকমা, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি পূণেন্দু বিকাশ চাকমা, ডা: পরশ খীসা, সাবেক পৌর কাউন্সিলর কালায়ন চাকমা ও অ্যাড. সুস্মিতা চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি ভবেশ চাকমা জাতীয় কঠিন চীবর দানোৎস উদযাপন প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এই ট্রাস্ট বাংলাদেশের বৌদ্ধদের বিষয়াবলি সরকারের কাছে তুলে ধরে। কেবল ধর্মীয় দিক থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও প্রবারণা ও কঠিন চীবরদান বৌদ্ধদের অন্যতম জাতীয় উৎসব। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের তরফ থেকে প্রবারণা উপলক্ষ্যে ১ দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করা হয়। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়সহ দেশের সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও একাত্মতাবোধ সমুন্নত রাখার লক্ষ্যে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চলতি বছর থেকে জাতীয় কঠিন চীবর দানোৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জাতীয় কঠিন চীবর দানোৎসব রাঙ্গামাটিতে আয়োজনের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

ফারুয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ

জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৈত্রী বিহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে ১০৮ জন মৎস্যজীবির মাঝে জুলাই ২০২৫ মাসের ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন।

এতে তদারকি কর্মকতা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যালাল তঞ্চঙ্গ্যা’র পক্ষে কনক তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকতা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা এবং রিনু কুমার তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

কাপ্তাই স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৈত্রী বিহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিথিঃ

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা চত্ত্বর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। “স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সিঃ যুগ্ন সম্পাদক মোঃ আলী বাবর, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির, সিঃ যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, যুগ্ন আহবায়ক আরজ হোসেন সুমন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের সর্বস্তরে জনগণের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রামগড়ে ইনডেক্স এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৈত্রী বিহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড়ে ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড এর আয়োজনে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনডেক্স ল্যাবঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবঃ লিমিটেড এর পরিচালক ও প্রশিক্ষক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শওকত হোসেন ভূঁইয়া।

এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিলার বৃন্দ। সেমিনারের বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ঔষধ সেবনের পরামর্শ সহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

×