বরকলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশের ন্যায় বরকলে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা সোনালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক ধন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলার সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা।
এছাড়াও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুদীপ্ত চাকমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মন্টু বিকাশ চাকমা অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে র্যালী,পরবর্তীতে আলোচনা সভা ও তিনজনকে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা লোন বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতি গঠনে যুবদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।