বরকলে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
কানাডা সরকারের অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বরকলে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বায়োডাইভারসিটি এন্ড ইনভায়রনমেন্ট ফ্যাসিলিলেটর রুপা চাকমা’র সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞা জ্যোতি চাকমা।
প্রশিক্ষণের শুরুতে পরিচয় পর্ব, পরে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীদের জীবন ধারা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন ও দলীয় কাজ করা হয়। এছাড়াও স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার পদ্ধতি, সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক প্রজ্ঞাজ্যোতি চাকমা।
প্রশিক্ষণে ২নং বরকল ইউনিয়ন, ৩নং আইমাছড়া ইউনিয়ন ও ৪নং ভূষণছড়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের ৬টি দল থেকে ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।