শিরোনাম:

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় কাপ্তাই চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বিশ্ব মিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম।এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বাড়লে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে।তিনি আরও বলেন,স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ডিম ও কলা অন্যান্য প্রাণিজ আমিষ জাতীয় খাবার বিতরণ করা হয়, যা

শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্থ বিকাশে সহায়তা করবে। কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী বলেন,সারা দেশে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও পুষ্টি ব্যবস্থাপনায় আমাদের দপ্তর কাজ করছে।দেশের অর্থনৈতিক উন্নতি এবং শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে উন্নত জাতের প্রাণিসম্পদ পালন ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।তিনি আরও বলেন,“শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন ও ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে আমরা সেই পুষ্টির বার্তাটি সকলের কাছে পৌছে দিতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) চিংহ্লাউ মারমা, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওশিক্ষক-শিক্ষিকাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ ও শ্রদ্ধা  কাপ্তাইয়ে মহান বিজয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচী

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায়  কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এসময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এসময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে এদিন সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

 

এম এস শ্রাবণ মাহমুদ : 

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর)২৫ খ্রিঃ সকালে রাঙ্গামাটি রির্জাভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার একাধিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট প্রদানের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, (পিপিএম) এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার, শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ সহ শহীদ এম. শুক্কুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জেলা পুলিশের একটি চৌকস দলের তোপধ্বনির মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, (পিপিএম)অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি করা হয়েছে, আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পর্যবেক্ষণে রয়েছে।

রামগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত

কাপ্তাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহে কেআরসি হাই স্কুলে শিক্ষার্থীদের দেয়া হলো ‘সিদ্ধ ডিম’

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার (স্মৃতিস্তম্ভে) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীমের নেতৃত্বে উপজেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, উপজেলা পরিষদ, রামগড় থানা, উপজেলা ও পৌর বিএনপি, রামগড় প্রেস ক্লাব, যুবদল, মহিলা দল, উপজেলা জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পাহাড়িয়া সোসাইটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও স্থানীয় সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

×