মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির ১নং মানিকছড়ি সদর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোম্বর) সন্ধ্যায় উপজেলায় বিএনপি দলীয় কার্যালয়ে কর্মী প্রস্তুতি সভাতে উপজেলা বিএনপি সভাপতি মো. এনামুল হক এনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মী প্রস্তুতি সভায় যুবদল সদস্য সচিব মো. মহি উদ্দিন কিশোর সঞ্চালনায় মো. শহিদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপি নিবার্হী সদস্য মোহাম্মদ আবু বশর, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, উপজেলা বিএনপি মহিলা সম্পাদিকা মিসেস কাঞ্চন মালা প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, খাগড়াছড়ি সাবেক সংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়ার নিদের্শনা অনুয়ায়ী তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে মাঠে নেমেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। তৃনমুল পর্যায়ের সুসংগঠিত করতে উপজেলা চারটি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ডে কর্মী সভা করতে আহ্বান করেন। উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক, কৃষক দলসহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ’কে দ্রুত সময়ের ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা করতে বলেন তিনি।
বিএনপি নেতাকর্মী, ছাত্র-জনতা, আওয়ামী স্বৈরশাসনামলে গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় করেন। সভা শেষে দলীয় নেতাকর্মী উপস্থিতিতে ফিতা কেটে বিএনপি দলীয় অফিস পার্শ্বে উপজেলা যুবদলের অফিস শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি মো. এনামুল হক এনাম।
মন্তব্য করুন