গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পল্লী থেকে এক ক্ষুদ্র পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে নাকাইহাট বাজারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
আব্দুল খালেক নামের নিহত ওই পান ব্যবসায়ী হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার আব্দুল খালেক নামের ওই ব্যবসায়ী পার্শ্ববর্তী এলাকায় হাট বাজারে পান সুপারি বিক্রির জন্য যান। রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে নাকাইহাট বাজারের কিছুটা দূরে একটি নির্জন স্থানে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পান এলাকার লোকজন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিআইডির একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।