ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) কেন্দ্রীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রিন্স এডওয়ার্ড মাংসাং
আজ রবিবার ২০ জুলাই ২০২৫ দুপুরে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জনাব শরীফা হক, এসপি জনাব মিজানুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব তৌহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় চেয়ারম্যান – অরন্য ই. চিরান, সেক্রেটারি জেনারেল যোহন সাংমা, সখিপুর উপজেলার শাখা চেয়ারম্যান মি. আশীষ কুমার বর্মণ, ঘাটাইল উপজেলা শাখার জেনারেল সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সফরের মধ্যদিয়ে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির তালিকা জমাদান ও আদিবাসীদের নানান সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা বিষয়ে আলাপআলোচনা হয়। এই সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আপনাদের যেকোনো সমস্যায় আমাদের পক্ষ থেকে যথাসাধ্য যোগিতা থাকবে।
জেলা প্রশাসক শরিফা হক বলেন বন ও পরিবেশ রক্ষায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে, যেকোনো সমস্যায় আইনি সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর, আপনাদের কাছ থেকেও আমরা বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করি।