শিরোনাম:

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান

 

সিএইচটি বার্তা ডেস্কঃ

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) সরকারী সফরে আজ ২১ আগস্ট ২০২৫ চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

আইএইচপিআর সূত্রে জানা যায়, সেনাপ্রধান সফরকালে, চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

কাপ্তাই স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিথিঃ

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা চত্ত্বর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। “স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, সিঃ যুগ্ন সম্পাদক মোঃ আলী বাবর, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির, সিঃ যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, যুগ্ন আহবায়ক আরজ হোসেন সুমন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের সর্বস্তরে জনগণের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রামগড়ে ইনডেক্স এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড়ে ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড এর আয়োজনে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনডেক্স ল্যাবঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবঃ লিমিটেড এর পরিচালক ও প্রশিক্ষক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শওকত হোসেন ভূঁইয়া।

এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিলার বৃন্দ। সেমিনারের বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ঔষধ সেবনের পরামর্শ সহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বড়থলি ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ট্যাস্কফোর্স কমিটি সভা

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২১শে আগস্ট)২০২৫খ্রি: সকাল ১০:০০ টায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলাধীন ৪নং বড়থলি ইউনিয়নের অফিস কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ট্যাস্কফোর্স কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়থলি ইউপির প্যানেল চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব সুজন তঞ্চঙ্গ্যা, ইউপি মহিলা সদস্য কালুতি তঞ্চঙ্গ্যা, জয়নতি ত্রিপুরা, হাঁচারু ত্রিপুরা, ওয়ার্ড মেম্বার সুমন কান্তি, ওয়াইভার ত্রিপুরা, সত্যচন্দ্র ত্রিপুরা এবং ইউনিয়ন পরিষদের চকিদার, দফাদার ও কারবারীরা অংশ নেন।

এ সময় চেয়ারম্যান সদস্যদের বলেন, ১ থেকে ৪৫ দিন ও ৪৫ থেকে ৩৬৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে যথাযথ ভাবে শতভাগ নিশ্চিত করতে হবে। এছাড়াও ইউনিয়নের সকল ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ ইউনিয়ন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়।

×