শিরোনাম:

কাউখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে অকৃত্রিম ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা শিক্ষক পরিবার

কাউখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে অকৃত্রিম ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা শিক্ষক পরিবার

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার উদ্যোগ

 

 

কাউখালী প্রতিনিধিঃ

ব্যান্ডদলের বাদ্যযন্ত্রে জয়ধ্বনিতে সম্মান জানালো বিগত ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অবসরে যাওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষকবৃন্দকে রাজকীয় স্বকীয়তার মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে উপজেলার ২১ জন অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কাউখালী উপজেলার ইউএনও কাজী মোঃ আতিকুর রহমান। বাদ্যযন্ত্রের সুরের মুর্ছনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রার র‌্যালির মাধ্যমে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং উপজেলা সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

 

কাউখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এজহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিবলী সফিউল্লাহ, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা দেওয়ান, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চাকমাসহ বিভিন্ন স্কুল, কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ও ছাত্রছাত্রীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক অমরেন্দ্র রোয়াজা, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের তালুকতার, ঘাগড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলম, সহকারী শিক্ষক ক্যাথুয়াইপ্রু মার্মা, আবুল কাশেম প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান বলেন, প্রাক্তন শিক্ষকরা দেশের সম্পদ, সুদীর্ঘকাল ৩০/৪০ বছর যাবত চাকরিজীবনে ছাত্র-ছাত্রীদের যে জ্ঞানের দিশারি হয়ে আলোকিত করে তুলেছেন আজ তাদের জীবন বিপন্ন হয়নি। আজ তাদের শিক্ষাদানে শত শত, হাজার হাজার শিক্ষার্থী শিক্ষালাভ করেছে। এই বিদায় অনুষ্টানটি বিদায় সংবর্ধনা না, এটা অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে স্মরণ করা। এই অুষ্টানের মাধ্যমে শিক্ষার্থীদের জাগ্রত করা ও পরবর্তীতে পথ দেখানো। তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে ফুলের বাগান, চারা বিতরণ করে বিভিন্ন ফলজ বাগান করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের এই ধরনের পরিবেশ সৃষ্টি করে উৎপাদনমূখী হিসেবে গড়ে তোলার আহ্ববান জানান তিনি। এই ধরনের আয়োজনকে পরবর্তী বিদায়ী শিক্ষকদেরকে স্মরণ রাখার একটি মহতী উদ্যোগ বলে প্রশংসার দাবীদার বলে জানান।

আলোচনা সভা শেষে সংবর্ধিত সকল শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্টানে বেশ কয়েকজন শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। এই ব্যতিক্রম উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করেন।

দেশে এখন দূর্যোগপূর্ন সময় পার হচ্ছে– মংশৈ ম্রাই

কাউখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে অকৃত্রিম ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা শিক্ষক পরিবার

 

চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা আহবায়ক কমিটি সদস্য মংশৈ ম্রাই বলেছেন– দেশের আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্য সীমাহীন, উচ্চ গতিতে বেকার সমস্যা বাড়ছে দিন দিন। দেশে এখন দূর্যোগপূর্ন সময় পার হচ্ছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ শূণ্য কোটায়। সব মিলে হযবরল অবস্থা তাই এই সরকারের উচিত দ্রুত সময়ের নির্বাচনী তফসিল ঘোষণা করে সঠিক সময়ে মধ্যে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হাতে ক্ষমতা তুলে দেওয়া।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা মসনদে আসীন হবে কারণ দেশে জনগণের এখন বুঝে জনবান্ধন দল হচ্ছে বিএনপি। ক্ষমতা আসলে পাহাড়ের ও উন্নয়নে জোয়ার চলে আসবে। সম্প্রতিক গত বৃহস্পতিবার সকালে তিন্দু ইউনিয়নের বার্ষিক বনভোজনের আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সকল নেতাকর্মীদের উদ্দাত্ত আহ্বান জানিয়ে মংশৈ ম্রাই আরো বলেছেন, দূর্গম অঞ্চলে দলকে সুসংগঠিত করতে হবে। এবং গ্রুপিং রাজনীতি পরিহার করে দেশ নায়ক তারেক রহমান নির্দেশ পালন করতে হবে। আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, চসিংমং মারমা প্রমূখ।

এছাড়াও তিন্দু ইউপি মেম্বার ও যুব দলের নেতা উহ্লামং মারমা, সাবেক মেম্বার হ্লাথোয়াইচিং মারমাসহ বিএনপি দলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম ফাউন্ডেশনের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

কাউখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে অকৃত্রিম ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা শিক্ষক পরিবার

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

শনিনার রাঙামাটি শহরের কাটাছড়ি বন বিহারে বিনামূল্য রক্তগ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এসময় সংগঠনের সহ-সভাপতি আকিহিতো চাকমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক দীপু চাকমা, চিকিৎসক বিশ্ব চাকমা ও বিনামূল্যে সেবা গ্রহীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক দীপু চাকমা বলেন, প্রতি বছরের ন্যায় উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে কাটাছড়ি বন বিহারে ১২২ জনকে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় এবং ২৫ জনকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এছাড়াও গত ১০ ই অক্টোবর রাজবিহারে ১১৭ জনকে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনটি ২রা আগষ্ট ২০২০ সালে প্রতিষ্ঠা শুরু থেকে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রক্তদান, রক্ত গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা, বিভিন্ন সেচ্ছাসেবীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বরকলে ধামাইছড়া ঐক্য মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাউখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে অকৃত্রিম ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা শিক্ষক পরিবার

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের ধামাইছড়া ঐক্য মৈত্রী বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই অক্টোবর) ১নং সুবলং ইউনিয়নের ধামাইছড়া ঐক্য মৈত্রী বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিহার প্রাঙ্গণে শুরু হয় লোকসমাগম। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ধামাইছড়া ঐক্য মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনয়পাল স্থবিরের সভাপতিত্বে বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত আমন্ত্রিত অতিথি ভিক্ষুসংঘরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও ১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি অজয় কান্তি চাকমা, ধামাইছড়া মৌজা কার্বারী শ্যামরতন চাকমা, হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু চাকমা, গণ্যমান্য ব্যক্তি ও শত শত দায়ক-দায়িকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্ধোধন করা হয়। পঞ্চশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সহস্র প্রদীপ দান করা হয়।

অনুষ্ঠানে ধর্ম দেশনা প্রদান করেন, ধামাইছড়া ঐক্য মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনয়পাল স্থবির, ঢেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের, অর্পণাচরন বন বিহারের অধ্যক্ষ মুক্তপ্রিয় মহাথের।

×