গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

রিপন মারমা, কাপ্তাইঃ
সাম্প্রতিক খাগড়াছড়ি গুইমারা রামসু বাজার এলাকায় ঘটে যাওয়া সহিংসতায় ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো নির্দেশনা ও ওয়াগ্গা ধর্মগোদা বৌদ্ধ বিহার অধ্যক্ষ ঞ্যানাওয়াইসা মহাথেরো উদ্যোগে এবং উপজেলা স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগিতায় রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দিকে গুইমারার রামসু বাজার ক্ষতিগ্রস্তদের এলাকায় গিয়ে সংগৃহীত নগদ ২ লক্ষ ৮ হাজার ১’শ টাকা গুইমারা রামসু বাজারের ক্ষতিগ্রস্ত ত্রাণ বণ্টন কমিটির হাতে তুলে দেন।
বিতরণকালে সংঘের ভিক্ষুগণ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মানবিক সহমর্মিতার আহ্বান জানান। নগদ টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন, তম্ব পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ.ক্ষেমিন্দা মহাথেরো, দায়ক বড়ইছড়ি মারমা পাড়া অংসাখই কারবারি ও অংসাচিং মারমা এবং তম্ব পাড়ার সাবেক মেম্বার বাবু লাব্রেচাই মারমাসহ আরও অনেকে।
ধর্ম গুরুরা জানান, আমরা পার্বত্য অঞ্চলের মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানবতা যেন সকলের অন্তরে জাগ্রত হয়-এই কামনা করছি।
এই সহায়তা কর্মসূচিতে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষাংশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।