শিরোনাম:

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

 

রিপন মারমা, কাপ্তাইঃ

সাম্প্রতিক খাগড়াছড়ি গুইমারা রামসু বাজার এলাকায় ঘটে যাওয়া সহিংসতায় ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো নির্দেশনা ও ওয়াগ্গা ধর্মগোদা বৌদ্ধ বিহার অধ্যক্ষ ঞ্যানাওয়াইসা মহাথেরো উদ্যোগে এবং উপজেলা স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগিতায় রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দিকে গুইমারার রামসু বাজার ক্ষতিগ্রস্তদের এলাকায় গিয়ে সংগৃহীত নগদ ২ লক্ষ ৮ হাজার ১’শ টাকা গুইমারা রামসু বাজারের ক্ষতিগ্রস্ত ত্রাণ বণ্টন কমিটির হাতে তুলে দেন।

বিতরণকালে সংঘের ভিক্ষুগণ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মানবিক সহমর্মিতার আহ্বান জানান। নগদ টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন, তম্ব পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ.ক্ষেমিন্দা মহাথেরো, দায়ক বড়ইছড়ি মারমা পাড়া অংসাখই কারবারি ও অংসাচিং মারমা এবং তম্ব পাড়ার সাবেক মেম্বার বাবু লাব্রেচাই মারমাসহ আরও অনেকে।

ধর্ম গুরুরা জানান, আমরা পার্বত্য অঞ্চলের মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানবতা যেন সকলের অন্তরে জাগ্রত হয়-এই কামনা করছি।

এই সহায়তা কর্মসূচিতে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষাংশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার, বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে।

জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-১ টি, গাদা বন্দুক ২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।

বিলাইছড়ি কলেজ ভবন ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। তিনি বিলাইছড়ি কলেজ ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভধন করেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব), উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, উপসহকারী প্রকৌশলী সুমেশ চাকমা।

রবিবার (১৯ অক্টোবর) প্রশাসনের আয়োজনে দুপুরে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য দপ্তর হতে প্রধান অতিথি সচিব মহোদয়কে পুস্পমাল্য দিয়ে বরন করা হয়। সফরে সচিব কলেজের একাডেমিক ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন। এছাড়াও তিনি নীলাদ্রি রিসোর্ট, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে কলেজের শিক্ষক – শিক্ষার্থী – অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় যোগদেন। এবং বিকালে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, থানার এস আই  মোঃ আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন,

যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) রিনি চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), কলেজের অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারী।

বরকলে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের” আওতায় বিজিবি কর্তৃক বৌদ্ধ বিহার ও কালী মন্দিরে আর্থিক অনুদান প্রদান ও পরিদর্শন

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৌদ্ধ বিহার, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৯ই অক্টোবর) ছোট হরিণা লুম্বিনী বন বিহার, কুকিছড়া বৌদ্ধ বিহার ও ছোট হরিণা বাজারের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও ফ্রুটস বাস্কেট দান করা হয়।

এসময় ১২ বিজিবি হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, ৫নং বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকার সাধারণ জনগণের সহায়তায় সর্বদা তৎপর রয়েছে।

×